রবিবার, ২১ অক্টোবর, ২০১২

গুগল অ্যাডসেন্স থেকে আয় এখন স্বপ্ন নয় বাস্তব

অনলাইনে আয় এখন অনেক সহজ। এক সময় এটা স্বপ্ন হিসাবে থাকলেও এখন বাস্তব। অনেকেই অনলাইন থেকে ভালই আয় করছে। তবে আমরা যে ভাবে অনলাইন আয়ের পিছনে ছুটছি তা কতটা বাস্তব সম্মত বা গ্রহন যোগ্য সেটাই এখন প্রশ্ন। যারা দীর্ঘদিন থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অনলাইনে আয় করছে তারা নিজেরাও বলতে পারবে না তাদের মাসিক নির্দিষ্ট আয় কত? তবে এখন কিছু কিছু প্রশ্নবিদ্ধ আয়ের উতসের কারনে অনেকে বলতে পারে তাদের অনলাইনে মাসিক আয় কত।

তবে আমি  জোর দিয়ে বলতে পারি বিশ্বে জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম গুগল এডসেন্স। পাশাপাশি এ্যাফিলেট মার্কেটিং। এখানেও আয়ের নির্দিষ্ট কোন মাপকাঠি নেই। এটা খুব সহজ কোন ইনকাম সোর্স না। এখান থেকে আয় করতে কঠোর পরিশ্রম করতে হয়। তবে কিছু কিছু সুবিধার কারনে এখন অনেক কম শ্রমে আয় করা যাচ্ছে। অনেকে অনেক উতসাহ নিয়ে গুগল এ্যাডসেন্স এ আয়ের জন্য প্রাথমিক কাজ শুরু করেন। নতুন একটা ওয়েব সাইট তৈরী করে নিয়ে কিছু কপি-পেষ্ট(অন্য সাইট থেকে নকল) কনটেন্ট দিয়ে ওয়েব সাইট আপডেট করে গুগল এ্যাডসেন্স একাউন্ট এর জন্য আবেদন করেন। কারন আমাদের মাঝে ইংরেজী ভিতিটা বেশী কাজ করে। অনেকে তাই কনটেন্ট লিখতে উতসাহিত হইনা। তবে এ ভাবে অনেকে একাউন্ট পেয়েও যান। কিছুদিন এভাবে চলার পর যখন কপিপেষ্ট কনটেন্টের কারনে ইউজার পান না তখন নিরাশ হতে থাকেন। এক পযায়ে একাউন্টে ডলার জমানোর আশায় নিজে অথবা অন্যদের উতসাহ দিয়ে গুগল এ্যাডসেন্সের এ্যাডে ক্লিক করা শুরু করেন। এক পযায়ে একাউন্ট ব্যান। আসলে গুগল মামা অনেক ধুরন্ধর। আপনি গুগল কে ফাকি দেয়ার জন্য যদি ৫ টি উপায় বের করেন। গুগল মামা আপনাকে ধরার জন্য ১০০ উপায় আগেই বের করে রেখেছে। গত বছর Google Panda আপডেটের কারনে অনেক লো কোয়ালিটির ওয়েব সাইটের র‍্যাংকিং কমে গেছে। গত ২৪ এপ্রিল গুগল আরো একটা আপডেট নিয়ে এসেছে। যার নাম Google Penguin। গুগল এখন কোয়ালিটির ব্যাপারে আগের চেয়ে অনেক বেশী সিরিয়াস।তাই বলা যায় ফাকিবাজি করে কোন আয় করা সম্ভব না। এ্যাডসেন্স থেকে আয় করতে আপনাকে ওয়েব সাইট নিয়মিত আপডেট করতে হবে। আর কনটেন্ট হতে হবে ১০০% ইউনিক। যাতে কোন ভেজাল থাকবে না। তা হতে হবে অবশ্যই মান সম্মত। যাতে পাঠক উপকৃত হয়। আর কনটেন্ট দিয়ে পাঠক কে আকৃষ্ট ও নিয়মিত এসইও এর কাজ করলেই আপনার ওয়েব সাইটে নিয়মিত পাঠক পাবেন।
তবে এসব সমস্যা সমাধানে বাংলাদেশে earn money online from bangladesh নামে একটি ওয়েব সাইট Done For You (DFY) পদ্ধতি চালূ করেছে। ওই সাইটি কনটেন্ট ভিতির একটি সঠিক সমাধান দিয়েছে। যা ১০০% ইউনিক। কোন কপি-পেষ্ট কনটেন্ট না। ফলে কনটেন্ট লেখা নিয়ে আর কোন দুশ্চিন্তা নেই। এছাড়াও তারা গুগল এ্যাডসেন্স ও অ্যাফিলেট মার্কেটিং থেকে আয়ের জন্য সব ধরনের সহযোগিতা করছেন। এ জন্য তাদের কাছে গুগল এ্যাডসেন্স থেকে আয়ের উপযোগি অটো কনটেন্ট পোষ্ট সহ ওয়েব সাইট তৈরী করে নিতে হবে। তবে আপনার সাইটের ইউজার বাড়ার জন্য এসইও এর কাজ আপনাকেই নিয়মিত করতে হবে। এজন্য আপনাকে গড়ে ২০-৩০ মিনিট সময় ব্যয় করতে হবে। এসইও এর ব্যাপারে সব ধরনের নির্দেশনা তারাই দিবে। শুধু কি তাই আপনি ওই সাইট থেকে অ্যাফিলেট এর মাধ্যমে আয় করতে পারবেন। এ জন্য আপনাকে অ্যাফিলেট হতে আবেদন করতে হবে। ফলে এখান থেকে আপনি নগদ অ্যাফিলেট কমিশন পাবেন। তো যারা বৈধ ভাবে গুগল এ্যাডসেন্স ও অ্যাফিলেট মার্কেটিং থেকে আয় করতে চান তারা আর একবার চেষ্টা করেই দেখুন। আমার মন বলছে এ পদ্ধতিতে আপনি সফল হবেনই হবেন।
   [  উৎসঃ http://www.drooti.com ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets