সোমবার, ২২ অক্টোবর, ২০১২

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং প্রতিরোধ


সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ব্যবহারকারীর অ্যাকাউন্ট বেদখল (হ্যাকিং) হওয়ার একটা পদ্ধতি ফিশিং। এই পদ্ধতিতে হ্যাকার দল ফেসবুক লগইন পেজের হুবহু একটা কপি বানায় আর বিভিন্ন স্প্যাম ওয়েবসাইটে রেখে দেয়।
ফিশিং প্রতিরোধের একমাত্র উপায় লগইন পেজের URL দেখা। সাধারণত ফেসবুক লগইন পেজের URL facebook.com অথবা fb.com দিয়ে শুরু হয়। অন্য কোনো URL হলে বুঝবেন ফিশিং পেজ। যদি মনে হয় আপনি ফিশিংয়ের শিকার হয়েছেন, দ্রুত অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করুন। এ রকম আরও ওয়েবসাইট এবং টিপসের জন্য ভিজিট করুন http://tipsoftech.blogspot.com।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets