ফিজিতে
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচিত্রের পুরস্কার জিতে নিয়েছে
বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘কাহানি’। টানা দু’সপ্তাহের ফিল্ম ফেস্টিভালটির
আয়োজন করেছিলো ইন্ডিয়ান হাই কমিশন, ইউনিভার্সিটি অফ ফিজি এবং ফিল্ম ফিজি।
খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।ইন্ডিয়ান হাই কমিশনের বিবৃতি অনুযায়ী ফিজির ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালটি শুরু হয়েছিলো ‘কাহানি’-র প্রদর্শনী দিয়ে। প্রদর্শনীতে ২৫০টি সিনেমা অংশ নেয়, এর মধ্যে ১২৫টি ফিজির বিভিন্ন শহরে প্রদর্শন করা হয়। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ‘কাহানি’।
ফেস্টিভালে ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন রাজকুমার হিরানি। সেরা চলচিত্র বিভাগে বিশেষ সমালোচক পুরস্কার পায় পরিচালক গিরিশ কাসারাওয়ালি পরিচালিত সিনেমা ‘কুমাভাতারা’।
স্বল্প দৈর্ঘ্য চলচিত্র বিভাগে পুরস্কার জিতে নিয়েছে জুহি সিনহা পরিচালিত নিরভানা অ্যান্ড বিয়ন্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন