গত ঈদে প্রচারিত পার্থ সরকারের `টুবি অর নট টুবি’ নামের একটি টেলিফিল্মে
মৌসুমী ও সজল জুটিকে দেখা গিয়েছিল । এই ঈদে একই পরিচালকের `অতঃপর এক
সন্ধ্যায়’ নাটকে আবারও তাদের একসঙ্গে দেখা যাবে। পার্থ সরকারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনায় এ নাটকে একাকী এক নারীর মনস্তাত্ত্বিক জগেক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মৌসুমী বললেন, ‘এই শহরের একটি ফ্ল্যাটে একা জীবন কাটানো এক আত্মবিশ্বাসী নারী শেলীর গল্প এটি। কাজটি করতে গিয়ে বেশ কয়েক ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে হচ্ছে। চিত্রনাট্য পড়ে অনেক আশাবাদী হয়েছিলাম। কাজটিও ভালো হচ্ছে।’
সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে উত্তরার একটি বাড়িতে। ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন