“বিসমিল্লাহহির রাহমানির রাহিম”

আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালই আছেন। সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো পিসির পাওয়ার অপশন সংক্রান্ত মোড গুলো নিয়ে। প্রয়োজন অনুসারে পিসি কে আমরা বন্ধ রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মোড ব্যবহার করে থাকি। যেমনঃ Shutdown, Restart, Sleep/Standby, Hibernate এবং Hybrid Sleep মোড ব্যবহার করে থাকি। আবার ইউজার পরিবর্তন করার জন্য Log off এবং প্রাইভেসি রক্ষার জন্য Lock ব্যবহার করে থাকি। আমার আগের পোস্টটিতে এই মোড গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যদি দেখে না থাকেন তবে প্রথমে এখানে গিয়ে দেখে আসুন।
প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে এবং বিদ্যুৎ সাশ্রয় করতে আমাদের অনেকবার এই মোড গুলো ব্যবহার করতে হয়। কিন্তু দুক্ষের বিষয় হল অনেক সময় Start Menu তে গিয়ে Shutdown করতে ঝামেলা মনে হয়। আবার সবসময়ই তো আর প্রয়োজন এক হয় না। অর্থাৎ সবসময়ই তো আর Shutdown করা লাগেনা, Log off, Lock, Restart এবং Sleep/Standby এর ও প্রয়োজন হয়। তখন তো আরো ঝামেলা। আর Hibernate এবং Hybrid Sleep তো স্টার্ট মেনুতে নেই। আবার ধরুন কারেন্ট চলে গেছে তখন তো আরো সমস্যা, তারাতারি পিসি বন্ধ করতে হবে। তখন যদি সব কিছু চটজলদি ক্লোজ করে আবার কষ্ট করে Start Menu তে না গিয়ে মাত্র ১ ক্লিকেই পিসি বন্ধ করা যায় তাহলে মন্দ হয় না।
তাই আজ আপনাদের বলবো কিভাবে এই সব মোড গুলোতে মাত্র এক ক্লিকেই যেতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে এই মোড গুলোর শর্টকার্ট বানাতে হবে এবং শর্টকার্ট গুলোকে জামা পড়াতে হবে। শুধু একবার দেখলেই আপনিও পারবেন। দুই এর ঘরের নামতার চেয়েও সহজ কাজ।
কি বিশ্বাস হচ্ছে না!! তবে চলুন শুরু করা যাক। তারপর আপনিই বলবেন সত্যিই তো।
১. প্রথমে আপনার মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এখন New এ গিয়ে Shortcut এ ক্লিক করুন।

২. এখন এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। ওখানে লিখুন shutdown.exe -s -t 00
তারপর Next এ ক্লিক করুন। (এখানে ‘00’ সেকেন্ড নির্দেশ করে। আপনি চাইলে আপনার ইচ্ছামত সেকেন্ড বসিয়ে সেই সময় পর Shutdown এবং Restart এর সুবিধা পেতে পারেন।)

৩. তারপর এরকম ডায়ালগ বক্স পাবেন। এখন আপনার ইচ্ছামত নাম দিয়ে Finish বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে Shutdown দিতে পারেন।

ব্যাস কাজ শেষ! একটু দাঁড়ান, অনুষ্ঠান এখনো শেষ হয়নি। কি করে ভাবলেন কাজ শেষ!!
হলিউড, বলিউড এর নায়িকারা না হয় জামা পরে কি না পরে তার ঠিক নেই, কিন্তু এরা তো আর ঐ সব ফালতু জিনিস না :p
তাই আসুন এদের জামা পড়িয়ে দেই।
শর্টকার্ট এর জামা (আইকন) পড়ানোর জন্য শর্টকার্টটির উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে Properties এ যান। এরকম ডায়ালগ বক্স আসবে।

তারপর Change Icon এ ক্লিক করুন। আপনার পছন্দমত আইকন দিয়ে Apply করে OK করুন।
এবার সত্যিই কাজ শেষ।
এখন বাকি সব গুলোর ক্ষেত্রে ঠিক একই ভাবে উপরের সব কাজ গুলো করবেন শুধুমাত্র যেখানে
shutdown.exe -s -t 00 লিখেছিলেন সেখানে
Log off এর ক্ষেত্রে হবেঃ
shutdown.exe -l
Lock এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe User32.dll,LockWorkStation
Restart এর ক্ষেত্রে হবেঃ
shutdown.exe -r -t 00
Sleep/Standby এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
Hibernate এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState
Hybrid Sleep এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState Hybrid Sleep
ব্যাস কাজ শেষ। কি এবার বিশ্বাস হল তো আমার কথা। এখন শর্টকার্ট গুলো শুধুমাত্র আপনার একটি মাত্র ক্লিকের অপেক্ষায়!! আপনার যেই মোড গুলো দরকার সেগুলো ঝটপট এভাবে তৈরি করে নিন। কাজের সুবিধার জন্য শর্টকার্ট গুলোকে Task Bar এ রাখেন তাহলে একটা ক্লিক পরার সাথে সাথেই আপনার কমান্ড পালন করবে।
[ উৎসঃ http://www.tunerpage.com/archives/167557 ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন