কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান
শত্রু হচ্ছে ভাইরাস। বিশ্বব্যাপী হ্যাকারদের দৌরাত্ম্যে ভাইরাস আর নানান
ধরনের ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়।
ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের হাত থেকে রক্ষা পেতে তাই ভালো
অ্যান্টিভাইরাসের বিকল্প নেই। তবে প্রতিদিন যে পরিমানে নতুন নতুন ভাইরাস,
ম্যালও্যার আর স্পাইওয়্যার তৈরি হয়, তাতে করে কোনো নির্দিষ্ট একটি
অ্যান্টিভাইরাসের ওপর অনেকেই নির্ভর করে থাকতে চান না। এই ক্ষেত্রে আপনাকে
সহায়তা করতে পারে অনলাইন ভাইরাস স্ক্যানার। অনলাইনে ভাইরাস টোটাল সাইলে
গিয়ে আপনি যেকোনো ফাইল একাধিক অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করে
নিশ্চিত থাকতে পারেন।
এর জন্য আপনাকে এই লিংকে
যেতে হবে। এখানে গিয়েই আপনি যেকোনো ফাইল আপলোড করতে পারবেন। আর ফাইল
আপলোডের ক্ষেত্রে সাইজ ৩২ মেগাবাইট পর্যন্ত সমর্থন করে এই সাইট। ফাইল আপলোড
করে স্ক্যান কমান্ড দিলেই ফাইলটি সংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে অনলাইনে
একাধিক অ্যান্টিভাইরাসের সাহায্যে। কেবল ফাইল স্ক্যানিংয়ের জন্যই নয়,
যেকোনো ওয়েবসাইটও যদি স্ক্যান করতে চান, সে কাজটিও করে দেবে ভাইরাস টোটাল।
আর তার জন্য কেবল আপনাকে সংশিষ্ট সাইটের ইউআরএল (এড্রেস) আপলোড করে দিতে
হবে নির্দিষ্ট স্থানে। ভাইরাস টোটালে মূলত রয়েছে একটি শক্তিশালী অনলাইন
কমিউনিটি। সেই কমিউনিটি থেকেই নানান ধরনের ফাইল আপলোড করে স্ক্যান করার পর
সেই ফাইলের যাবতীয় তথ্য সাথে সাথেই পাওয়া যায় ভাইরাস টোটালে। ভাইরাস
টোটালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যেকোনো ফাইল স্ক্যান করার পর আপলোড
করা ফাইল বা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। ফলে ফাইল বা
সাইটটি থেকে স্ক্যান করার পর সেটি সম্পর্কে নিশ্চিন্তে থাকা যায়।
[ সূত্র: দৈনিক ইত্তেফাক ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন