রবিবার, ২১ অক্টোবর, ২০১২

১৪০ অক্ষরের বেশি টুইটারে লিখুন

হালের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট হলো টুইটার। তবে টুইটারের উপর অনেকেই বিরক্ত হয়ে থাকেন স্ট্যাটাসে ক্যারেক্টার লিমিটেশনের কারনে। অনেক সময় ১৪০ অক্ষরের বেশি টুইট লেখার প্রয়োজন দেখা দিতে পারে, তবে টুইটারে ১৪০ অক্ষরের বেশি টুইট করা যায় না। যদিও তৃতীয় পক্ষের অনেক ওয়েবসাইটই ১৪০ অক্ষরের বেশি টুইট ছোট লিংকের মাধ্যমে সংক্ষিপ্ত করার সুবিধা দেয়। কিন্তু বাকি অংশটুকু পড়তে টুইটের শেষের লিংক ক্লিক করে ঐ সাইটে যেতে হয়।

টল-টুইট ব্যবহার করে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। টল-টুইট মোট অক্ষরগুলোকে ১৪০ অক্ষরের কমে ভাগ করে যেমন ১৮০ অক্ষর লিখলে ১৪০ অক্ষর ১টি এবং বাকি ৪০ অক্ষর আরেকটি এভাবে ভাগ হবে এবং প্রথমটিকে (১/২) এবং পরেরটিকে (২/২) দেখাবে।
এ জন্য এই লিংকে ক্লিক করুন এবং নিজের আইডি দিয়ে সাইন ইন উইথ টুইটার দিন। এরপর আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইনইন করুন। উল্লেখ্য, এই এপ্লিকেশনটি আপনার টুইটার পাসওয়ার্ড সংরক্ষন করতে পারবে না। সুতরাং পাসওয়ার্ড চুরি হওয়ার ভয় নেই। অথেনটিকেশন সম্পন্ন হওয়ার পর একটি পেইজে রিডাইরেক্ট করা হবে এবং সেখানে আপনার লম্বা টুইট লিখে ‘Post Tweet’ বাটনে ক্লিক করতে হবে। ব্যাস কাজ শেষ।সবাই ভাল থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets