শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

শান্তিতে নোবেল পেল ইউরোপীয় ইউনিয়ন

crystalfoorti:
অসলো, ১২ অক্টোবর: এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ঐক্যের মাধ্যমে শান্তি আনার চেষ্টার স্বীকৃতি হিসেবে সংগঠনটিকে এ পুরস্কার দেয়া হচ্ছে।

নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ইউরোপে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ে গত ছয় দশকের অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে এ পুরস্কার দেয়া হলো।


নারীর নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার কাজে নারীর পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ায় গত বছর লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং স্বদেশী লেমা বোয়িসহ ইয়েমেনের নারী অধিকার ও গণতন্ত্রপন্থি কর্মী তাওয়াকুল কারমানে এ পুরস্কার দেয় নরওয়ের নোবেল কমিটি।

পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবে ইউরোপীয় এ সংস্থা। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে।

এছাড়া সাহিত্যে চীনের লেখক মো ইয়েন, চিকিৎসায় বৃটেনের জন বি গার্ডন ও জাপানের শিনিয়া ইয়ামানাকা; পদার্থবিদ্যায় ফ্রান্সের সার্জ হ্যারোশ ও আমেরিকার ডেভিড ওয়াইনল্যান্ড এবং রসায়নে মার্কিন গবেষক রবার্ট জে লেফকোইৎজ ও ব্রায়ান কে কোবিলকা এ বছর নোবেল পাচ্ছেন। সূত্র: রয়টার্স

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets