শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

পয়সা ছাড়া এসএমএস পাঠাতে চান !!!!!


crystalfoorti:
সবাইকে শুভেচ্ছা।আসছে  ঈদ তাই  প্রিয়জনদের শুভেচ্ছা পাঠাতে SMS পাঠানোর ধুম পড়ে যাবে নিশ্চয় এটা সবার জানা। সবাই একই সাথে এসএমএস পাঠায়, ফলে সেবাদাতাদের সার্ভারে লোড পড়ে বেশি। দেখা যায় অনেক সময় পাঠানো এসএমএস টা ঠিকমত যায়নি, কিন্তু ব্যালেন্স ঠিকই কমে গেছে। যা খুবই কষ্টদায়ক।
এই পুরো প্রসেসটা আমরা চাইলে বিনামূল্যে করতে পারি।
মানে শুভেচ্ছা জানাব  ঠিকই কিন্তু বাড়তি কোন খরচ হবে না। চলুন তাহলে শুরু করি।
প্রথমে এই লিংকে যোগাযোগ করুন।


তাহলে যে পেইজ পাবেন তাতে নিচের অপশন গুলো অনুসরণ করুন। এখন শুরু করা যাক
 1. কোন দেশে পাঠাবেন তা সিলেক্ট করুন (যেমন: Bangladesh +880)
2. মোবাইল নাম্বার (যে নাম্বার এ পাঠাতে চান) লিখুন।
3. ফাঁকা ঘরে আপনার এসএমএস লিখুন।
4.Entry Value  পূরণ করুন।
5. Send  Now  এ ক্লিক করুন
ব্যাস চলে গেল আপনার SMS, একটু পরেই তা আপনার প্রিয়জনের কাছে ডেলিভারি হয়ে যাবে।

 তাই আর দেরি কেন আজই আপনি আপনার প্রিয়জনকে এসএমএস পাঠান একদম ফ্রীতে।


                                       [  ব্রিঃ দ্রঃ আমি নিজে এটি টেস্ট করে দেখেছি ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets