রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

দুই লাখ ইয়াবার কাঁচামালসহ ব্যবসায়ী গ্রেফতার

crystalfoorti:
চট্টগ্রাম, ১৪ অক্টোবর: চট্টগ্রামে ইয়াবা তৈরির  বিপুল পরিমাণ কাঁচামাল, তৈরী ইয়াবা, ইয়াবা তৈরীর মেশিন, বিপুল পরিমান বিদেশি মুদ্রা, গুলি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে  এসব আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী শ্যামল মজুমদার নামে একজনকে গ্রেফতার করা হয়।


নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমেদ জানান  অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে  ৫ হাজার ভারতীয় রুপি, এক লাখ ৪০ হাজার টাকার মিয়ানমারের মুদ্রা, ৫টি নাইন এম এম পিস্তলের বুলেট,  প্রায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেট ছাড়াও বিপুল পরিমাণ কাঁচামাল, ইয়াবা তৈরির মেশিন রয়েছে।

তিনি জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার জানান কারখানায় যে পরিমাণ কাচঁমাল  পাওয়া গেছে তা দিয়ে কমপক্ষে  দুই লাখ ইয়াবা ট্যাবলেট তৈরি করা যেত। দীর্ঘদিন ধরে ওই কারখানায় ইয়াবা তৈরি করে তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে আটক মাদক ব্যবসায়ী জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets