সোমবার, ২২ অক্টোবর, ২০১২

জাবির নতুন প্রক্টর সোহেল আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২২- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সোমবার  এ তথ্য জানান।


এ নিয়ে চলতি বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদে দুইবার পরিবর্তন হল।

রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি আবেদন জানালে সোহেল আহমেদকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উপাচার্য আনোয়ার হোসেন বলেন, সোমবার বেলা ১টায় প্রশাসনিক ভবনে সোহেল দায়িত্ব বুঝে নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুনকে লাঞ্ছিত করা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নিহতের পর আন্দোলনের মুখে গত ১৬ জানুয়ারি প্রক্টরের দায়িত্ব থেকে সরে যান অধ্যাপক আরজু মিয়া।

তখন নতুন প্রক্টর হিসেবে তপন কুমার সাহাকে নিয়োগ দেন সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের প্রশাসন।
   [ উৎসঃ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets