জগন্নাথ
বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২২- জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল
প্রকাশিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটে ৭২০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯০২ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.jnu.ac.bd) থেকে ফল পাওয়া যাবে।
এছাড়া মোবাইল ফোন থেকে JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে ১৬২৪২ নম্বরে ম্যাসেজ পাঠিয়েও ফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।
[ উৎসঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন