বিশ্ব সেরা ওয়েব ব্রাউজার হিসেবে এখনো ইন্টারনেট এক্সপ্লোরারের রাজত্ব
চলছে। ২০১১ সালটি ছিল গুগলক্রোমের উত্থান কাল। আর এটি দিন দিন আরো জনপ্রিয়
হচ্ছে। স্টারকাউন্টারের তথ্যমতে শতকরা ৩৯ শতাংশ ওয়েবপেজ ইন্টারনেট
এক্সপ্লোরারে ব্রাউজ হয় যেখানে গুগলক্রোম ২৭শতাংশ এবং মজিলা ফায়ারফক্স ২৫ শতাংশ বাজার দখল করে আছে।
অন্যদিকে সাফারী ও অপেরার বাজার যথাক্রমে ৬ ও ২ শতাংশ।

আমার মতে গুগল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের জয় যাত্রার কারনে গুগলক্রোম বেশ এগিয়ে গিয়েছে। তাছাড়া গুগল ক্রোম ব্রাউজারের ইউজার ইন্টারফেস বেশ ব্যবহার বান্ধব এবং কম রিসোর্সে দ্রুত ব্রাউজ করার জন্য সুবিধা জনক।
তাছাড়া সাম্প্রতিক কালে মজিলা ফায়ারফক্সের বেশ কিছু ভার্শন একেবারেই আনস্ট্যাবল ছিল। তবে এক জরিপে এও দেখা যায় ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের চেয়ে মজিলাফায়ারফক্স ব্যবহারকারীরা তুলনামূলক ভাবে এডভান্স লেভেলের।
দেখা যাক, ২০১২ সাল কি কি পরিবর্তন নিয়ে আসে…
অন্যদিকে সাফারী ও অপেরার বাজার যথাক্রমে ৬ ও ২ শতাংশ।

আমার মতে গুগল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের জয় যাত্রার কারনে গুগলক্রোম বেশ এগিয়ে গিয়েছে। তাছাড়া গুগল ক্রোম ব্রাউজারের ইউজার ইন্টারফেস বেশ ব্যবহার বান্ধব এবং কম রিসোর্সে দ্রুত ব্রাউজ করার জন্য সুবিধা জনক।
তাছাড়া সাম্প্রতিক কালে মজিলা ফায়ারফক্সের বেশ কিছু ভার্শন একেবারেই আনস্ট্যাবল ছিল। তবে এক জরিপে এও দেখা যায় ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের চেয়ে মজিলাফায়ারফক্স ব্যবহারকারীরা তুলনামূলক ভাবে এডভান্স লেভেলের।
দেখা যাক, ২০১২ সাল কি কি পরিবর্তন নিয়ে আসে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন