শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

কোনো চমক দেখানোর ইচ্ছে নেই: পাপন


ঢাকা, ১৯ অক্টোবর: আজ আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব বুঝে নেয়ার পর নাজমুল হাসান পাপন বলেছেন, কোনো চমক দেখানো ইচ্ছে তার নেই। বিসিবির বর্তমান পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলেই দেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভার সভাপতি হিসেবে প্রথম সভায় সভাপতিত্ব করার পর তিনি বলেন, ‘‘প্রথম দিন ভালোই কেটেছে। আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি এজেন্ডার ব্যাপারে আমার কিছু বিষয় জানা দরকার ছিল, তাই সময় বেশি লেগেছে।’’

‘‘এ দেশের ক্রিকেটের উন্নয়নে আমি যা করার কথা বলেছিলাম, সেই পরিকল্পনা মুস্তফা কামাল করে গেছেন। ঠিক সেখান থেকেই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি। কোনো চমক দেখানোর ইচ্ছে আমার নেই। আমার কাজ হচ্ছে এগুলোর সফল বাস্তবায়ন। এগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই আমাদের ক্রিকেট এগিয়ে যাবে”।

নতুন দায়িত্বের প্রথম দিন কেমন কেটেছে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘‘এতো ওতোপ্রোতভাবে এদেশের ক্রিকেট, বিসিবি পরিচালক, বিসিবি সভাপতির সঙ্গে জড়িয়ে ছিলাম যে বিসিবির সভাপতি হওয়াতে বিশেষ কিছু মনে হয়নি। গত বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে প্রথম ধাক্কাটা খেলাম। ভেবেছিলাম আজকে তেমন কিছু হবে না। কিন্তু আজকেও যা হল তাতে মনে হচ্ছে আপনাদের ‘এক্সপেকটেশনস ম্যানেজমেন্ট’ দরকার আছে।’’

পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবির নতুন সভাপতি বলেন, ‘‘আজ হোক, কাল হোক পাকিস্তান আমাদের যেতে হবে। যতটুকু শুনলাম অন্য দেশগুলোও পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।’’

সরকার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আইসিসি ম্যাচ অফিসিয়াল পাঠালে এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে সফরে যেতে পারি আমরা। তিনি আরো বলেন, “এখনই কোনো সময়সূচি ঠিক করছি না, তবে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় না থাকলেই কেবল সফর হতে পারে”।

বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভের পর ভারত বাংলাদেশ সফর করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরতে সফরে ভারতে যাওয়া হয়নি বাংলাদেশের। ভারত সফরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘‘এটি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন সবাই ভারত সফরে যেতে চায়, ভারতের বিপক্ষে খেলতে চায়। তবে আগের চেয়ে এবার আমাদের জোর অনেক বেশি। এবার আইসিসির সহ-সভাপতি আছেন আমাদের সঙ্গে।’’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets