
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর পদ্মা সেতু নির্মাণে অনিশ্চয়তা দেখা দেয়। সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলালেও প্রকল্প বাস্তবায়ন কবে হবে, তা এখনো অনিশ্চিত।
বর্তমান সরকারে থাকলেও আগামী নির্বাচন আলাদাভাবে করার ঘোষণা রয়েছে এরশাদের। টাঙ্গাইলের ঘাটাইল আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের বিপরীতে প্রার্থী দিয়েছে জাপা।
এরশাদ বলেন, “এ সরকারকে মানুষ আর চায় না, পরিবর্তন চায়।”
ভোট দিয়ে কী পেয়েছেন- পথসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে এই প্রশ্ন রেখে তিনি বলেন, “খুন-হত্যা ছাড়া এই সরকার কী দিতে পেরেছে?
“আশা করেছিলাম পরিবর্তন হবে, দেশের উন্নতি হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে; কিন্তু হয়নি। সব নষ্ট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে।”
তিনি বলেন, “মহাজোটকে সমর্থন করেছিলাম। আমার অবদান ছিল তাদের এত আসন পেতে।
“জাতীয় পার্টিকে ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। জাতীয় পার্টিকে আরেকবার ভোট দিয়ে দেখেন, কী পরিবর্তন হয়।”
কালিহাতী বাসস্ট্যান্ডে আয়োজিত এই পথসভায় জাপা নেতা কাজী জাফর আহমদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সোহেল রানাও ছিলেন।
সভায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন রতন সিদ্দিকী, আবুল কাশেম, টাঙ্গাইল-৩ আসনের এমপি প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন প্রমুখ।
[ উৎসঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন