
১৯৪৩ সালে ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্ম নেয়া তোফায়েল দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যে হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও তিনি।
তবে বঙ্গবন্ধুর সাহচর্য পাওয়া তোফায়েলের ভাষ্য, আওয়ামী লীগের সদস্য হয়ে থাকাটাই তার জন্য গৌরবের।
আজহার আলী এবং ফাতেমা বেগমের সন্তান তোফায়েল বরিশাল ব্রজমোহন কলেজে পড়ার সময়ই রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর তার নেতৃত্বগুণের বিকাশ ঘটে।
১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি থাকাকালে ’৬৯-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বের কাতারে ছিলেন তোফায়েল।
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে তুমুল গণআন্দোলনেই মুক্তি পান বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতারা। ছাত্রসমাজের পক্ষে তোফায়েলই শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধির ঘোষণা দেন।
১৯৬৯-এ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৯৭০ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন তোফায়েল।
১৯৭০ সালের নির্বাচনে ভোলার দৌলত খান-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পাবনা সমন্বয়ে গঠিত মুজিব বাহিনীর পশ্চিমাঞ্চলের দায়িত্বে ছিলেন।
স্বাধীন দেশে বঙ্গবন্ধু প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তোফায়েলকে রাজনৈতিক সচিব নিয়োগ দেন। তিনি ১৯৭৫ সাল পর্যন্ত বহাল ছিলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তোফায়েলও গ্রেপ্তার হন। ১৯৭৯ সালে কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি। পরে দলের সভাপতিমণ্ডলীতে আসেন তিনি।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তোফায়েল।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে শেখ হাসিনা গ্রেপ্তারের পর দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান তোফায়েল। পরে দলের কমিটিতে নীতি-নির্ধারণী পদ হারান তিনি, স্থান পাননি শেখ হাসিনার নবগঠিত সরকারেও।
তবে সরকারের তিন বছর পার হওয়ার পর শেখ হাসিনা মন্ত্রিসভায় ডাকলেও তাতে সাড়া দেননি বহু ঘাত-প্রতিঘাত পেরোনো এই নেতা।
তোফায়েল ১৯৬৪ সালে আনোয়ারা বেগমের সঙ্গে সংসার জীবন শুরু করেন। তাদের একটি সন্তান রয়েছে।
[ উৎসঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন