বাংলাদেশ চলচ্চিত্রের এক ক্রান্তিকালে
সুর্দশন ফ্যাশানেবল আধুনিক মানসিকতার সালমান শাহ’র আগমন। তাঁর অভিনীত ৯৫
ভাগ চলচ্চিত্র সুপারহিট এবং ব্যবসা সফল। তাঁর আগমনে চলচ্চিত্র নিয়ে
সংশ্লিষ্ট সবাই নতুন করে আশায় বুক বেধেছিল।
জন্ম
১৯ সেপ্টেম্বর ১৯৭১ সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।





![২২শে অক্টোবরে একজন পুরোহিত কোলকাতার একটি প্যাণ্ডেলে দেবী দূর্গার সামনে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন ৷ বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করার জন্য দূর্গা পূজা একটি উপলক্ষে পরিণত হয়েছে ৷ [শাহানা ঘোষ/খবর]](http://khabarsouthasia.com/shared/images/2012/10/27/121026-Sahana_PUJA_IN-310_207.jpg)




























শত্রুতার অবসান ঘটিয়ে বেশ ভালোভাবেই বন্ধুত্ব চালিয়ে যাচ্ছেন অজয় দেবগান
এবং অক্ষয় কুমার। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ অক্ষয়ের পরবর্তী সিনেমা
‘খিলারী ৭৮৬’ এর প্রচার অজয়ের ‘সান অফ সরদার’ এর পরই করা হব বলে অক্ষয়কে
জানালেন অজয়। খবর মিড-ডে এর।
ফিজিতে
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচিত্রের পুরস্কার জিতে নিয়েছে
বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘কাহানি’। টানা দু’সপ্তাহের ফিল্ম ফেস্টিভালটির
আয়োজন করেছিলো ইন্ডিয়ান হাই কমিশন, ইউনিভার্সিটি অফ ফিজি এবং ফিল্ম ফিজি।
খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।



