শনিবার, ১০ নভেম্বর, ২০১২

ফেইসবুকারদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট !!!!!!!!!!!!!

যুক্তরাষ্ট্রে কফির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা মূল্যে ওয়াইফাই বা তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন ফেইসবুক ব্যবহারকারীরা। এ জন্য কোনো পাসওয়ার্ড প্রয়োজন হবে না। নিজেদের ফেইসবুক অ্যাকাউন্ট থাকলেই চলবে। নতুন এ সুবিধা চালুর জন্য ওয়াই-ফাই হট স্পট নামে নতুন সেবার পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করেছে ফেইসবুক। জানিয়েছে, ডিসকভারি নিউজ। টম ওয়েডিংটন নামের এক সফটওয়্যার নির্মাতা এ পদ্ধতি উদ্ভাবন করেছেন।

ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের দ্রুত ও সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে প্রাথমিকভাবে বেশ কিছু প্রতিষ্ঠানে ক্ষুদ্র পরিসরে ওয়াই-ফাই রাউটার স্থাপনের মাধ্যমে সেবাটি পরীক্ষা করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে ফেইসবুক রাউটার বসানো থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে প্রবেশের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে প্রবেশ করতে পারবেন। এ সময় প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে ব্যবহারকারীরা কতগুলো লাইক দিয়েছে তা দেখতে পারবেন উক্ত প্রতিষ্ঠান বা দোকান কর্তৃপক্ষ। সূত্র: ইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets