বাংলাদেশ চলচ্চিত্রের এক ক্রান্তিকালে
সুর্দশন ফ্যাশানেবল আধুনিক মানসিকতার সালমান শাহ’র আগমন। তাঁর অভিনীত ৯৫
ভাগ চলচ্চিত্র সুপারহিট এবং ব্যবসা সফল। তাঁর আগমনে চলচ্চিত্র নিয়ে
সংশ্লিষ্ট সবাই নতুন করে আশায় বুক বেধেছিল।
জন্ম
১৯ সেপ্টেম্বর ১৯৭১ সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।
পারিবারিক জীবন
- পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী।
- দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছেলে এবং ছোট ভাই শাহরান চৌধুরী ইভান।
- স্ত্রী : সামিরা
পড়াশুনা
- আরব মিশন স্কুল ধানমণ্ডি স্কুল থেকে এস.এস.সি
- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি
- এবং মালেকা সায়েন্স কলেজ ধানমন্ডি – তে বি কম- ভর্তি হয়েছিলেন সালমান শাহ।
অভিনয় জীবন
- ২৫ মার্চ ১৯৯৩ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র “কেয়ামত থেকে কেয়ামত”
- সালমান শাহ ৪ বছরে মাত্র ২৭ টি চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শক।
- তাঁর মৃত্যুর পরও মুক্তি পায় ৮ টি চলচ্চিত্র।
- তাঁর প্রত্যেকটি চলচ্চিত্র একদিকে যেমন দর্শক প্রিয়তা পেয়েছে ঠিক তেমনি প্রায় ৯৫ ভাগ চলচ্চিত্র সুপারহিট ব্যবসা করেছে।
- সিনেমা হল বিমুখ দর্শকদের আবারো হলে ফিরিয়ে আনতে পুরোপুরি সফল হয়েছিলেন সালমান শাহ।
- তাঁর অভিনয়কালীন সময়ে বাংলাদেশ চলচ্চিত্রের মান দিনকে দিন বাড়তে থাকে।
- তাঁর সময় সবচেয়ে বেশী পারিশ্রমিক পেতেন তিনি।
- ফ্যাশানেবল, আধুনিকতা ও মান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের।
- সালমান শাহ একই সাথে নাটক এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা অর্জন
উল্লেখযোগ্য চলচ্চিত্র
|
|
|
ধারাবাহিক নাটকে অভিনয়
- পাথর সময়
- ইতিকথা
নাটকে অভিনয়
- আকাশ ছোঁয়া
- দোয়েল
- সব পাখি ঘরে ফেরে
- সৈকতে সারস
- নয়ন
- স্বপ্নের পৃথিবী।
বিজ্ঞাপনচিত্র
- মিল্ক ভিটা
- জাগুরার কেডস
- গোল্ড স্টার টি
- কোকাকোলা
- ফানটা
উল্লেখযোগ্য পুরুস্কার
- অভিনয় জীবনে সালমান শাহ’র জাতীয় পুরুস্কার পান নাই। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পুরুস্কার জিতেছেন তিনি।
মৃত্যু
- ৬ সেপ্টেম্বর, ১৯৯৬।
- মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন