শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

সার্চ বা অনুসন্ধান করুন একটু ভিন্নভাবে !!!!!


উইন্ডোজ এক্সপিতে হিডেন ফাইল বা সিস্টেম ফাইলকে আগের ভার্সনগুলোর চেয়ে একটু ভিন্নভাবে সার্চ বা অনুসন্ধান করা যায়। সিস্টেমের নিরাপত্তাজনিত কারণে উইন্ডোজ এসব গুরুত্বপূর্ণ ফাইল লুকিয়ে রাখে। বাই ডিফল্ট সার্চ কমান্ডের মাধ্যমে হিডেন বা সিস্টেম ফাইল ড্রাইভে বিদ্যমান থাকলেও তা সার্চ করা যায় না।


প্রদত্ত ধাপগুলো অনুসরন করে আপনি এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইলসমূহ অনুসন্ধান করতে পারবেন।
১) Start মেনুতে কিক করুন।
২) Search -এ কিক করুন।
৩) All file and folders -এ কিক করুন।
৪) এবার Search System folders and Search hidden files and folders চেকবক্সে কিক করুন সিলেক্ট করার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপরে ফিরে আসুন Blogger Widgets