
এদিকে সম্প্রতি একটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নাম না ঠিক হওয়া এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ডিয়াজ। আর নতুন খবর হলো একটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন তিনি। সাধারণত বিজ্ঞাপনে খুব বেশি না দেখা গেলেও দর্শকরা এবার বিজ্ঞাপনের মডেল হিসেবে পেতে যাচ্ছেন ডিয়াজকে।
ইতিমধ্যে নতুন একটি অন্তর্বাস সামগ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এর বিজ্ঞাপনেই ডিয়াজ কাজ করবেন অর্ধনগ্ন হয়ে। এর আগে বিজ্ঞাপনে কখনো এতোটা খোলামেলা দৃশ্যে ক্যামেরাবন্দি হননি ডিয়াজ। তাই বিষয়টি নিয়ে ডিয়াজ এবং তার ভক্তদের মধ্যে বেশ কৌতূহল বিরাজ করছে।
এদিকে এই বিজ্ঞাপনটির শুটিংয়ে চলতি মাসের শেষের দিকেই অংশ নেয়ার কথা রয়েছে ডিয়াজের। আর বিজ্ঞাপনটি অনএয়ার হবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে।
এ বিষয়ে ক্যামেরন ডিয়াজ বলেন, অনেক দিন ধরে আমার অভিনীত নতুন ছবি মুক্তি পাচ্ছে না। আসলে বেছে বেছে কম কাজ করার ফলেই এমন হচ্ছে। তবে এবার দর্শকরা আমাকে দেখতে পাবেন একটি বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকদের জন্য রোমাঞ্চকর ক্যামেরনকে দেখতে পাওয়ার বিষয়টি অপেক্ষা করছে। সব মিলিয়ে বিজ্ঞাপনটির থিমও আমার অনেক পছন্দ হয়েছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন